নোয়াখালীতে ৪ টুকরো করে হত্যার ঘটনায় মামলা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার একটি বিলের ধান খেত থেকে নূর জাহান বেগমের শরীরের আরও দুটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই নারীর খণ্ডিত মরদেহের বাকি দুই টুকরো উদ্ধার করে চরজব্বর থানা পুলিশ।
এ নিয়ে নিহত নারীর শরীরের খণ্ডিত ৪টি অংশ আলাদা আলাদাভাবে উদ্ধার করা হলো। এর আগে বুধবার সন্ধ্যায় একই এলাকার একটি বিল থেকে তার শরীরের দুটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় এক প্রতিবেশীর সঙ্গে তার মায়ের টাকা-পয়সার লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার কথা উল্লেখ আছে।
আজ বিকেল পর্যন্ত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে, নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, গত বুধবার সকালে নূর জাহান বেগম শামুক খোঁজতে বের হন। সকাল ১১টা ফেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজ করেও সন্ধান পায়নি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সুবর্ণচরের জাহাজমারা (চেউয়্যাখালী) গ্রামের বিল থেকে তার শরীরের দুটি অংশ উদ্ধার করে পুলিশ।
নিহত নূর জাহান বেগম ওই গ্রামের মৃত আবদুল বারেকের স্ত্রী। স্বামী ও এক ছেলের মৃত্যুর পর থেকে তিনি হাঁস ও মুরগি পালন করে নিজের সংসারের খরচ বহন করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ নং চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ‘নিহত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার কাজে সার্বক্ষণিক পুলিশের সঙ্গে ছিলাম। হত্যাকাণ্ডের পেছনে নিহতের ছেলের হাত থাকতে পারে বলে এলাকাবাসীর সন্দেহ। বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে বলে আমি আশাবাদী।’
মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই নারীর হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে হুমায়ুন করিব বাদী হয়ে বুধবার দুপুরে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে, এ হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের ছেলে জড়িত থাকতে পারে এমন সন্দেহ পুলিশেরও।’
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, তিনি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। খুব শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন:
Comments