বিশ্ব একাদশ-এশিয়া একাদশ ম্যাচের পরিকল্পনা থেকে সরেনি বিসিবি

চলতি বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিশাল আকারে পালনের পরিকল্পনা ছিল সরকারের। তারই অংশ হিসেবে মার্চের ২১ ও ২২ তারিখ মিরপুরে হওয়ার কথা ছিল এই দুই ম্যাচ।

খেলার দিন তারিখ, কারা কারা খেলবেন প্রায় সবই ঠিক করে ফেলেছিল বিসিবি। মুজিব জন্মশতবর্ষে রাষ্ট্রীয় আয়োজনের অংশ হিসেবে এশিয়া একাদশ-অবশিষ্ট বিশ্ব একাদশের দুই ম্যাচের সিরিজ চূড়ান্ত হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের হানায় সব পরিকল্পনাই হয়ে যায় এলোমেলো। আবার ধীরে ধীরে ক্রিকেট ফিরতে থাকায় এই ম্যাচ  দুটির সম্ভাবনা নিয়ে জেগেছে আশা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, এখনো তারা পরিকল্পনা থেকে ম্যাচগুলো বাতিল করে দেননি।

চলতি বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিশাল আকারে পালনের পরিকল্পনা ছিল সরকারের। তারই অংশ হিসেবে মার্চের ২১ ও ২২ তারিখ মিরপুরে হওয়ার কথা ছিল এই দুই ম্যাচ।

ফাফ দু প্লেসির নেতৃত্বে বিশ্ব একাদশের হয়ে খেলার জন্য ক্রিস গেইল, জনি বেয়ারস্টোর মতো তারকাদের নামও জানিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সেরা তারকাদের সঙ্গে এশিয়া একাদশে খেলার কথা ছিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, লাসিথ মালিঙ্গাদের।

করোনার প্রকোপ কিছুটা কমে এসেছে। স্বাভাবিক করে দেওয়া হয়েছে বেশিরভাগ কার্যক্রম। শিগগিরই দেশে ফেরানো হচ্ছে ঘরোয়া ক্রিকেটও। এমন বাস্তবতায় কি তবে মুজিববর্ষে আয়োজনগুলো আবার হতে পারে? এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সেই সম্ভাবনা আছে বেশ ভালোভাবেই। তবে সব কিছু নির্ভর করছে পরিস্থিতির উপর, ‘আমাদের তো এখনো পরিকল্পনা রয়েছে (বিশ্ব একাদশ-এশিয়া একাদশ ম্যাচ আয়োজনের)। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে...মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে (হবে)।  আমরা কিন্তু সেটাকে এখনো একেবারেই আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার পরিকল্পনা আছে।’

তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সারা বিশ্বের নামিদামি তারকাদের ফাঁকা পাওয়ার উপর অনেকটা নির্ভর করতে হবে বিসিবিকে। 

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago