নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জ্যেষ্ঠ এই আইনজীবীকে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ এম আমিন উদ্দিন ১৯৬৩ সালে মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
২০০০ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন আমিন উদ্দিন। ২০০১ সালের অক্টোবর পর্যন্ত তত্কালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন।
Comments