শরণখোলায় বাঘের পায়ের ছাপ, এলাকায় আতঙ্ক
বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে আজ সকালে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এজন্য এলাকাবাসীকে সচেতন করতে মসজিদের মাইক থেকে মাইকিং করা হয়েছে। তবে, বন বিভাগ সারাদিন খুঁজেও বাঘ না পেয়ে মনে করছে বাঘ আবার বনে ফেরত গেছে।
এলাকাবাসী জানায়, পশ্চিম রাজাপুর গ্রামের এমাদুল হাওলাদারের বাড়ীর পাশের ধান খেতে ও মাটির রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, ‘ধানের খেত এবং কাঁচা রাস্তায় বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। ফরেস্ট রেঞ্জার, কমিউনিটি পেট্রোলিং দলের সদস্যসহ সংশ্লিষ্ট সবাই মিলে গ্রামে ধানের খেত, বিভিন্ন ঝোপঝাড় এবং বাগানে অনুসন্ধান চালিয়েছি। তবে, কোথাও বাঘের সন্ধান পাওয়া যায়নি।’
‘তারপরেও আমরা সবাইকে সচেতন হতে বলেছি। বাঘটি দেখা গেলে বন বিভাগকে জানাতে বলা হয়েছে,’ বলেন তিনি।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ধারণা করছি একটি বাঘ নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল, পরে আবার বনে ফিরে গেছে।’
Comments