অর্থপাচার মামলায় বরকত-রুবেলসহ পাঁচ জনের ৮৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাজ্জাদ হোসেন বরকত (বামে) ও ইমতিয়াজ হাসান রুবেল (ডানে)। ছবি: সংগৃহীত

অর্থপাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বরখাস্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ পরিবারের পাঁচ জনের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এছাড়াও জব্দকৃত হিসাবগুলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বরকত-রুবেল ছাড়াও যাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভীন, শ্বশুর রেজাউল করিম ওরফে পান্নু, রুবেলের স্ত্রী সোহেলী ইমারাজ পুনম এবং রুবলের শ্বশুর আব্দুস সাদেক মুকুল।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেলের বিরুদ্ধে মানি লন্ডালিং এর অভিযোগ এই মামলা করেন।

মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করছেন ঢাকা মেট্রপলিটন (পশ্চিম) বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকার সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

তিনি বলেন, সিআইডি এ মানি লন্ডারিং মামলার তদন্তের সময় বরকত ও রুবেলের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাদের পোষ্যদের নামে ৮৮টি ব্যাংক হিসাব পায়। এ হিসাবগুলো জব্দ করার জন্য সিআইডি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন জানালে আদালত আজ এ আদেশ দেন।

অর্থপাচার মামলার আগে গত ৭ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে বরকত-রুবেলসহ নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

24m ago