ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী
ধর্ষণ অপরাধের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে সরকার আইন সংশোধনের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার আইনমন্ত্রী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, 'গতকাল বুধবার আমি বলেছি যে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডে উন্নীত করার বিষয়টি সরকার বিবেচনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে আমাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯ (১) সংশোধনের খসড়া প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। আগামী সোমবার এটি মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে।'
'আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওই ধারাসহ এই আইনের আরও কয়েকটি ধারা সংশোধনের জন্য একটি খসড়া প্রস্তুত করছি,' যোগ করেন তিনি।
Comments