একসময় রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখেন পগবা

রাশিয়া বিশ্বকাপের পর থেকেই পল পগবাকে দলে পেতে মুখিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। অনেকবারই চেষ্টা করেছে দলটি। কিন্তু লেনদেন সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ম্যানচেস্টারের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় স্প্যানিশ ক্লাবটি। তবে আগামী মৌসুমে বিনে পয়সায় এ তারকাকে পেতে পারে ক্লাবটি। আর এমনটা যে হতে পারে তার ইঙ্গিত দিলেন স্বয়ং পগবাই।
ছবি: এএফপি

রাশিয়া বিশ্বকাপের পর থেকেই পল পগবাকে দলে পেতে মুখিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। অনেকবারই চেষ্টা করেছে দলটি। কিন্তু লেনদেন সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ম্যানচেস্টারের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় স্প্যানিশ ক্লাবটি। তবে আগামী মৌসুমে বিনে পয়সায় এ তারকাকে পেতে পারে ক্লাবটি। আর এমনটা যে হতে পারে তার ইঙ্গিত দিলেন স্বয়ং পগবাই।

আগামী গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়িয়ে যাচ্ছে পগবার। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। চাইলেই যে কোনো ক্লাবে বিনে পয়সায় যেতে পারবেন। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই তার প্রথম পছন্দ হবে রিয়াল। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে এ তারকা বললেন এমনই, 'সব ফুটবল খেলোয়াড়ই রিয়াল মাদ্রিদে খেলতে পছন্দ করবে। এটা আমার জন্য স্বপ্নের মতো। কোনো এক সময় কেন নয়?'

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও অনেকবারই রিয়ালে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন পগবা। কিন্তু হয়নি। এদিকে সাম্প্রতিক সময়ে নিজের ছন্দ অনেকটাই হারিয়েছেন তিনি। একের পর এক ইনজুরিতে মাঠের বাইরেই ছিলেন লম্বা সময়। ফিরেও প্রত্যাশা পূরণ করতে পারছেন না ক্লাবের। তাই সাম্প্রতিক সময়ে তাকে পাওয়ার তেমন কোনো আলোচনাও নেই রিয়ালের। তবে চেনা ছন্দে ফিরেই নিজের জায়গাটা ফেরত পেতে চান এ ফরাসি।

ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদটা শেষ দিকে থাকলেও এখনও তা বাড়ানোর কোনো চেষ্টা করেনি ক্লাবটি। এমনকি পগবা নিজেও এ ব্যাপারে কথা বলেননি বলে জানালেন, 'কেউ আমার সঙ্গে এ নিয়ে কোনো কথা বলেনি। আমি (ইউনাইটেডের কার্যনির্বাহী সহ-সভাপতি) এড উডওয়ার্ডের সঙ্গে কথা বলিনি। আমরা নতুন কোনো চুক্তির ব্যাপারে কথা বলিনি।'

সেরা ছন্দে ফিরতে পারলে ইউনাইটেডের কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব পেতে পারেন বলেই বিশ্বাস করেন পগবা, 'এ মুহূর্তে আমি ম্যানচেস্টারে আছি। আমি আমার সেরা ছন্দে ফেরার দিকে মনোযোগ দিচ্ছি। আমার মনে হয় কোনো এক সময় ক্লাব আমার কাছে আসবে। হয়তো আমাকে তারা কিছু প্রস্তাব দিবে অথবা না।'

তবে নতুন কোনো চুক্তি না হলেও ইউনাইটেডের জন্য নিজের সেরাটা দিবেন বলেই জানালেন এ মিডফিল্ডার, 'আমি ম্যানচেস্টারে আছি এবং আমি এ ক্লাবকে ভালোবাসি। আমি ম্যানচেস্টারের হয়ে খেলছি এবং মজাও পাচ্ছি। ক্লাব যা চায় তা দেওয়ার জন্য আমি সব কিছুই করব। আমি আমার সতীর্থদের মতো নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago