সিরাজগঞ্জে আইপিএল নিয়ে জুয়া, আটক ১০

স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের এনায়েতপুরে আইপিএল নিয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার এনায়েতপুরের গোপরেখি পাওয়ার ক্লাব থেকে তাদের আটক করা হয়। এরপর আটক প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১২ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ষটি জানানো হয়েছে।

আটক ১০ জন হলেন— এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের ফজলুল হক (২৭), নুর ইসলাম (২৪), মো. ইয়াসিন (২৫), মো. ইমরান (১৯) ও হোসেন আলি (৩১) এবং একই থানার মাধবপুর গ্রামের শুকুর আলি (২২), মো. সোহেল (২২), মো. ইমদাদুল (১৯), ইউসুফ (২৬) ও অমর পাল (৩৫)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২’র সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২’র একটি দল অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করে। তাদের কাছ থেকে জুয়া খেলার আট হাজার ২৫৭ টাকা, আটটি মোবাইল, ১২টি সিম ও একটি টেলিভিশন উদ্ধার করা হয়েছে।

আটক ১০ জনকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইন উদ্দিন তাদের অপরাধে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

6h ago