অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৩ বাংলাদেশি আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৩ বাংলাদেশিকে আটক করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন।
আজ শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মো. মেহেদি হাসান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৩ জন বাংলাদেশি আজ ভোর ৫টার দিকে অনন্তপুর ৬০/১৫৩-আর সীমান্ত পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় তাদের কাছে কোনো পাসপোর্ট না থাকায় আটক করা হয়।’
‘জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয় এবং আটককৃত ১৩ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,’ যোগ করেন তিনি।
Comments