নোয়াখালীর বাস কাউন্টার থেকে নারী নিখোঁজ

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর হাতিয়া থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট এলাকার একুশে বাস কাউন্টার থেকে নিখোঁজ হন তিনি।

এ ঘটনায় গৃহবধূর বাবা আবদুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

থানায় দায়ের করা ডায়েরি ও নিখোঁজ গৃহবধূর বাবা হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান জানান, দুই বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি আরব প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সঙ্গে তার মেয়ে নাসরিন আক্তারের (২২) বিয়ে হয়। কিছুদিন ধরে তিনি অসুস্থবোধ করছিলেন বলে জানান। নাসরিনকে চিকিৎসা করানোর জন্য বৃহস্পতিবার সকাল ৮টায় হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বেলা ১টার দিকে মাইজদীর সোনপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছানোর পর নাসরিনের মাথা ঘোরানো শুরু হয়। এসময় তিনি মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে ওষুধ আনতে যান। ৫-১০ মিনিট পর তিনি কাউন্টারে এসে দেখেন নাসরিন নেই। এরপর সম্ভাব্য সব জায়গায় দিনভর খোঁজ করে কোথাও না পেয়ে রাতে সুধারাম মডেল থানায় একটি জিডি করেন তিনি।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ এ বিষয়ে খোঁজ নিচ্ছে।’

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

17m ago