নারায়ণগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে তরুণ নিহত
নারায়ণগঞ্জের সদর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে নাঈম মিয়া (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাত ১১টায় উপজেলার ফতুল্লা থানাধীন ইসদাইর বুড়ির দোকান এলাকায় ওই ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ।
নিহত নাঈম মিয়া একই এলাকার খলিল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় আহত লিমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘একই গার্মেন্টসে আমি, নাঈম, হৃদয় ও হাবিব কাজ করি। গতকাল রাত সাড়ে ৮টায় হৃদয়ের ভাতিজাকে প্রথমে মারধর করে নাঈম। পরে হৃদয় ও হাবিবসহ আরও কয়েকজন মিলে নাঈমের বাড়িতে যায়। সেখানে আমাদের সঙ্গে তাদের ঝগড়া হয়। পরে আশেপাশের লোকজন এসে মীমাংসা করে দেয়। কিন্তু, পরে আমি ও নাঈম রাস্তায় বের হলে হৃদয় ও হাবিবসহ আরও কয়েকজন মিলে আমাদের মারধর করে। ধারালো ছুড়ি দিয়ে আমাদের আঘাত করে। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।’
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাকবিতণ্ডা নিয়ে নিজেদের দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়। ওই সময় এক পক্ষের লোকজন নাঈম ও লিমনকে মারধর করে ছুরিকাঘাত করে। এতে নাঈম মারা যায়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত হৃদয় ও হাবিব নামে দুই তরুণকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
Comments