সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার অবনতি

করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল সকালে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু বিকেল থেকেই অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ ও অসুস্থতা বাড়ায় বিকেলে তাকে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তর করা হয়।
সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল সকালে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু বিকেল থেকেই অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ ও অসুস্থতা বাড়ায় বিকেলে তাকে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তর করা হয়।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদীপ ট্যান্ডন বলেছেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে। তিনি এখন আছেন হাসপাতালের আইটিইউয়ের একটি কেবিনে। এখানে চার দিন থাকতে হতে পারে।’

গত মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরই তাকে দ্রুত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তার জ্বর আসেনি। তখন অবস্থা ভালোই ছিল বলেই জানিয়েছিলেন ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। আর অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago