বাতিল হলো ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় বিতর্ক
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যেকার দ্বিতীয় প্রেসিডেনশিয়াল বিতর্ক বাতিল করা হয়েছে। আয়োজকরা জানান, করোনা আক্রান্ত ট্রাম্প ভার্চুয়ালি বির্তকে অংশ নিতে রাজি না হওয়ায় বিতর্ক বাতিল করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, আগামী ১৫ অক্টোবর নির্ধারিত হওয়ায় দ্বিতীয় প্রেসিডেনশিয়াল বিতর্ক বাতিল করা হয়েছে। প্রথম বিতর্কের দুই দিন পরেই করোনা শনাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। তিন দিন হাসপাতালে থাকার পর হোয়াইট হাউসে ফেরেন তিনি।
ট্রাম্পের শারীরিক অবস্থা বিবেচনা করে ভার্চুয়ালি বির্তকের আয়োজন করার পরিকল্পনা করলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। জো বাইডেনকে সুবিধা দিতে ভার্চুয়াল বিতর্কের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘এমন বিতর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। কম্পিউটারের সামনে বসে বিতর্ক করা হাস্যকর।’
শুক্রবার প্রেসিডেনশিয়াল ডিবেট কমিশন স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে ১৫ অক্টোবরের বিতর্ক বাতিলের ঘোষণা করে। ২২ অক্টোবর নির্ধারিত শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে।
Comments