বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দেখা যাবে ফেসবুকে

BCB President's Cup logo

দেশের ক্রিকেট অনুরাগীদের অপেক্ষার পালা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা। দীর্ঘ সাত মাস পর প্রিয় তারকাদের খেলা উপভোগ সুযোগ মিলছে তাদের। খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে শুরু হতে যাওয়া বিসিবি প্রেসিডেন্ট’স কাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে।

আগামীকাল রবিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গড়াচ্ছে তিন দলের প্রস্তুতিমূলক ওয়ানডে টুর্নামেন্ট। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত থাকছেন নেতৃত্বে। দলগুলোর নামকরণ করা হয়েছে তাদের নামে। জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুবাদের।

প্রতিটি দল একে অপরকে দুবার করে মোকাবিলা করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। বৃষ্টি শঙ্কায় প্রতি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।

টুর্নামেন্টের প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/bcbtigercricket থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারাবিবরণী পাওয়া যাবে।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান, রকিবুল হাসান, আমিনুল ইসলান বিপ্লব। স্ট্যান্ডবাই- আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

নাজমুল হোসেন শান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুকুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন। স্ট্যান্ডবাই- সুমন খান, সাদমান ইসলাম, তানবীর ইসলাম।

তামিম ইকবাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী, আকবর আলি, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমদ, শরিফুল ইসলাম, মাহাদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি। স্ট্যান্ডবাই- শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান রানা।

সূচি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১১ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
১২ অক্টোবর রিজার্ভ ডে    
১৩ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
১৪ অক্টোবর রিজার্ভ ডে    
১৫ অক্টোবর শান্ত একাদশ-তামিম একাদশ দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
১৬ অক্টোবর রিজার্ভ ডে    
১৭ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
১৮ অক্টোবর রিজার্ভ ডে    
১৯ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
২০ অক্টোবর রিজার্ভ ডে    
২১ অক্টোবর শান্ত একাদশ-তামিম একাদশ দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
২২ অক্টোবর রিজার্ভ ডে    
২৩ অক্টোবর ফাইনাল দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
২৪ অক্টোবর রিজার্ভ ডে    

 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

5h ago