অপহরণ করে মুক্তিপণ দাবি, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার
গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর থানার মাছাইন গ্রাম থেকে ব্যক্তিগত কাজে সাভারে এসেছিলেন হাসেন আলীর ছেলে হৃদয় (১৮)। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হৃদয়ের মোবাইল নম্বর থেকে হাসেনকে ফোন করে বলা হয়, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে বাঁচাতে চাইলে মুক্তিপণ হিসেবে দিতে হবে ৩০ হাজার টাকা।
বিষয়টি হাসেন আলী র্যাব-৪’কে জানান। পরে র্যাব সদস্যরা হৃদয়কে উদ্ধারে অভিযানে নামেন এবং গতকাল দিনগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে সাভারের আনন্দপুর সিটিলেন এলাকা থেকে হৃদয়কে উদ্ধার করেন এবং অপহরণ চক্রের তিন সদস্য মুসা কাজী (১৯), জাহিদ হাসান (১৯) ও আশিক হোসেনকে (১৮) আটক করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে র্যাব-৪’র (সিপিসি-২) অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ বলেন, ‘অপহরণকারীরা অত্র এলাকায় কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তারা বিভিন্ন সময় নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে মানুষকে জিম্মি করে মুক্তিপণও আদায় করতেন।’
কিশোর গ্যাংয়ের ওই তিন সদস্যের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Comments