নোয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার
নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রাতে সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকার বাংলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই নারী দীর্ঘদিন পর্যন্ত মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
আজ শনিবার সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুধারাম মডেল থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাংলা বাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ওই নারীর ব্যাগে তল্লাশি চালিয়ে এক হাজার পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘গ্রেপ্তার নারী ও তার এক মামা যৌথভাবে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে থাকেন। ওই নারীকে দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবার চালান পৌঁছে দেওয়া হতো। তার বিরুদ্ধে ২০১৮ সালের একটি মাদক মামলা আছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
ওই নারীর মামার বিরুদ্ধে ৪টি মামলা আছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
Comments