খুলনায় ট্রিপল মার্ডার: ৫ দিনের রিমান্ডে ৩ আসামি

খুলনার আটরা-গিলাতলা এলাকার মশিয়ালী গ্রামে তিন জনকে হত্যা মামলার প্রধান আসামি শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন খুলনার একটি আদালত।
ছবি: সংগৃহীত

খুলনার আটরা-গিলাতলা এলাকার মশিয়ালী গ্রামে তিন জনকে হত্যা মামলার প্রধান আসামি শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন খুলনার একটি আদালত।

আজ শনিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (নং-৩) বিচারক শাহীদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনামুল হক আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. এনামুল হক দুপুরের দিকে ডেইলি স্টারকে বলেন, ‘আসামিদের হত্যাকাণ্ডের কারণ এবং কারা কারা জড়িত ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায়  আধিপত্য বিস্তার ও মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে এলাকাবাসীর ওপর আসামিরা গুলিবর্ষণ করেন। এতে তিনজন নিহত হন। এ ঘটনার পর শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন ও আরেক আসামি রাজু আত্মগোপন করে। গতকাল সকালে রাজধানীর মিরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে খুলনা মহানগর ডিবি পুলিশ।

ওই ঘটনায় গত ১৮ জুলাই নিহত মো. সাইফুল ইসলামের পিতা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহপ্রচার সম্পাদক শেখ জাকারিয়া হোসেন, তার ভাই মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহসভাপতি শেখ জাফরিন, অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত ২২ আসামির মধ্যে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও পড়ুন:

খুলনায় ট্রিপল মার্ডার মামলার ৩ আসামি ঢাকায় গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

54m ago