চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামি রিমান্ডে
চট্টগ্রামে নারীকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আট আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালত এই আদেশ দেন।
আসামি জাহাঙ্গীর আলমের পাঁচ দিন ও আসামি ইউসুফ (৩২), রিপন (২৭), সুজন (২৪), দেবু বড়ুয়া, জোবায়ের হোসেন, মো. শাহেদ (২৪), রিন্টু দত্ত বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম ওরফে লেবুর মা (৫৫) কে তিন দিন করে রিমান্ডে দেওয়া হয়।
চান্দগাও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া জানান, পুলিশ এই মামলায় সাত দিন করে রিমান্ডে চায় আসামিদের।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানা এলাকায় বাসায় ফেরার পথে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। রাতেই ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-
Comments