উইকিপিডিয়ার প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের সেরা দশে বিপ্লবের ৩ ছবি

‘উইকি লাভস আর্থ–২০২০’ (ডব্লিউএলই) নামে উইকিপিডিয়ার আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতার বাংলাদেশ অংশে বগুড়া জেলার আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের তিনটি ছবি সেরা দশে জায়গা করে নিয়েছে। তার তোলা ছবি প্রথম, চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছে। উইকিমিডিয়ার ওয়েবসাইটে ইতোমধ্যে নির্বাচিত প্রতিটি দেশের সেরা ১০টি ছবি প্রদর্শিত হচ্ছে।
ছবি: তৌহিদ পারভেজ বিপ্লব

‘উইকি লাভস আর্থ–২০২০’ (ডব্লিউএলই) নামে উইকিপিডিয়ার আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতার বাংলাদেশ অংশে বগুড়া জেলার আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের তিনটি ছবি সেরা দশে জায়গা করে নিয়েছে। তার তোলা ছবি প্রথম, চতুর্থ ও ষষ্ঠ স্থান অধিকার করেছে। উইকিমিডিয়ার ওয়েবসাইটে ইতোমধ্যে নির্বাচিত প্রতিটি দেশের সেরা ১০টি ছবি প্রদর্শিত হচ্ছে।

এ বছরের আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্বের ৩৩টি দেশ অংশ নিয়েছে। প্রাথমিক বাছাই শেষে প্রতিটি দেশের ১০টি করে ছবি সেরা ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে এ বছরের ডিসেম্বর পর্যন্ত। ৩৩টি দেশের ৩৩০টি ছবি থেকে চূড়ান্তভাবে ১৫টি সেরা ছবির আলোকচিত্রীকে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হবে।

ছবি: তৌহিদ পারভেজ বিপ্লব

চলতি বছরের ‘উইকি লাভস আর্থ-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৩০৪ জন আলোকচিত্রী অংশ নেন। তাদের তোলা ১ হাজার ৮৯৪টি ছবি জমা পড়ে। প্রতিযোগিতার জন্য প্রাথমিক বাছাই শেষে ১০টি ছবিকে সেরা ঘোষণা করা হয়।

এই তরুণ আলোকচিত্রীর তোলা ছবি যুক্তরাষ্ট্রের ফোর্বস, ইনসাইডার, অস্ট্রেলিয়ার ডাই প্রেস, মেক্সিকোর ইউনিভিশন, লন্ডনের ডেইলি মেইলসহ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

তৌহিদ পারভেজ বিপ্লব বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি আগেও অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বিপিএস জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় একবার চ্যাম্পিয়ন ও একবার প্রথম রানারআপ, সার্বিয়ায় ইন্টারন্যাশনাল স্যালন রিফ্লেকশনে গোল্ড মেডেল, ওয়াইল্ড লাইফ ও ন্যাচার ইমাজিনেশনে প্রতিযোগিতায় প্রথম রানারআপ, মস্কো ফটোগ্রাফি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক, তুরস্কে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টে অনারেবল মেনশন, তুরস্কে ইব্রাহীম জামান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অনারেবল মেনশন ও ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন।

ছবি: তৌহিদ পারভেজ বিপ্লব

বাংলাদেশের সেরা দশে জায়গা করে নেওয়া অন্য আলোকচিত্রীরা হলেন সাইফুল ইসলাম, সুলতান আহমেদ নিলয়, পুলক চন্দ্র শীল, দিপু দত্ত, নেওয়াজ শরীফ, মো. মেহেদী হাসান ও আশরাফুল ইসলাম শিমুল। বাংলাদেশের সেরা ছবি নির্বাচনে বিচারক ছিলেন নেদারল্যান্ডের অ্যগনাস মঙ্কেবান এবং যুক্তরাজ্যের সিমাও।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago