যশোরে বাসে তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭
যশোরে বাসে তরুণী ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান এ তথ্য জানান।
বর্তমানে ওই তরুণী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের হেলপার মনিরুল ইসলাম, যশোরের কৃষ্ণ কুমার বিশ্বাস, সুভাষ সিংহ, রাকিবুল ইসলাম রাকিব, শাহিন আহম্মেদ জনি, কাজী মুকুল হোসেন ও মাইনুল ইসলাম।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাজশাহী থেকে বাড়ি ফেরার জন্য শুক্রবার বিকেলে তিনি এমকে পরিবহনে ওঠেন। রাত ১১টার দিকে তিনি মণিহার এলাকায় নামেন। বাসের হেলপার মনিরের সঙ্গে পূর্ব পরিচয় থাকায় রাতে বাড়িতে ফেরার বাস না থাকায় যশোরেই থাকতে হবে বলে জানান। এসময় বাসে থাকার প্রস্তাব দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে মনির। আরও তিন জন তরুণীকে ধর্ষণ চেষ্টা করে। শুক্রবার রাত দেড়টার দিকে ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
Comments