কুড়িগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক গৃহবধূকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমীন দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে বাদী কাছ থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার রাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেওয়ায় গৃহবধূ মুখ খুলতে সাহস পাননি। এই মামলার প্রধান আসামির সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২৫ সেপ্টেম্বর রাতে তিনি বিয়ের আশ্বাস দিয়ে গৃহবধূকে মোবাইল ফোনে ডেকে নেন। এরপর রাজারঘাট গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পর দিন সকালে গৃহবধূকে ওই ঘরে একা রেখে তারা পালিয়ে যান। অসুস্থ অবস্থায় ভুক্তভোগী গৃহবধূ চিলমারী উপজেলায় তার বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। তার স্বামী বাবার বাড়ি থেকে গৃহবধূকে ফিরিয়ে আনার পরে মামলার প্রধান আসামি হুমকি দিতে শুরু করেন। এক পর্যায়ে ওই গৃহবধূ বিষয়টি সবাইকে জানালে পারিবারিকভাবে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।
Comments