ট্রাম্পের থেকে করোনা ছড়ানোর ঝুঁকি নেই: চিকিৎসক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অন্যদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন কনলি।
গতকাল হোয়াইট হাউসের ব্যালকনিতে গিয়ে মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অন্যদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন কনলি।

বিবিসি জানায়, শনিবার প্রেসিডেন্টের নমুনা পরীক্ষার মাধ্যমে এ তথ্য জানা যায়।

করোনা আক্রান্ত হওয়ার পর উপসর্গ দেখা দিলে তিন দিন হাসপাতালে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মাধ্যমে সংস্পর্শে আসাদেরও করোনা সংক্রমিত হওয়ার উদ্বেগ ছিল।

ডা. শন কনলির মেমো বলছে, সর্বশেষ পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের শরীরে ‘সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনো প্রমাণ’ পাওয়া যায়নি।

তবে, ট্রাম্প সর্বশেষ কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছিলেন কি না, তা বিবৃতিতে জানানো হয়নি।

মেমোতে ডা. কনলি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সংবেদনশীল ল্যাব টেস্ট হয়েছিল। যার মাধ্যমে তার শরীরে এখনো কতটা ভাইরাস রয়েছে, তা শনাক্ত করা যায়।

শনিবার করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো জনসমাবেশে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের সামনে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি।

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন এ নেতা।

রিপাবলিকান সমর্থকদের আশ্বস্ত করে ট্রাম্প জানান, তিনি এখন ‘অনেক ভালো’ বোধ করছেন।

এদিন ব্যালকনিতে আসার সময় মাস্ক পরা থাকলেও সেখানে গিয়েই সেটি খুলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে সমবেত কয়েক শ সমর্থকের মুখে মাস্ক থাকলেও সেখানে সামাজিক দূরত্ব তেমনটা মানা হয়নি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago