সংগীত পরিচালক শওকত আলী ইমন করোনায় আক্রান্ত

শওকত আলী ইমন। ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

ইমন নিজেই বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়েকদিন ধরেই জ্বর, শারীরিক দুর্বলতায় অনুভব করছিলাম। মনে হচ্ছিল করোনা। তাই গতকালই টেস্ট করিয়েছিলাম। রাতে রিপোর্ট পেলাম করোনা পজিটিভি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’

সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের জন্ম ১৯৭১ সালে ঢাকায়। বেড়ে ওঠা সংগীত পরিবারেই। দুই বোন আবিদা সুলতানা ও রেবেকা সুলতানাও সংগীতশিল্পী।

২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায় গান করে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Comments

The Daily Star  | English

BNP at 47: Caught between prospects and perils

The BNP has survived Sheikh Hasina’s 15-year rule, during which over a million cases were filed against its leaders and activists for trying to launch street agitations demanding elections under a non-partisan government. Thousands were jailed, including Chairperson Khaleda Zia and other top leaders.

12h ago