রাজধানীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজধানীর সবুজবাগে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিয়ষটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। তিনি জানান, ভুক্তভোগী মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এসআই জানান, গত ছয় মাস আগে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত এক যুবকের ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ অক্টোবর বিয়ের জন্য ভুক্তভোগী তরুণী ওই যুবকের বাসায় যান। তখন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ওই যুবক তার বাসাতেই রাখেন। পরে ৪-১০ অক্টোবর পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতিতেই তরুণীকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। সর্বশেষ গতকাল তরুণী বিয়ের কথা বললে ওই যুবক টালবাহানা করেন। পরে রাতে ভুক্তভোগী তরুণী ওই যুবক ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তার করা হয়।
‘পরীক্ষার জন্য ভুক্তভোগীকে আজ বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments