শুধু জয়ের জন্য পূজার কেনাকাটা করব: অপু বিশ্বাস
ঢাকাই বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস। গত এক দশকে অনেকগুলো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে প্রায় ৮০টির বেশি সিনেমায় অভিনয় করে করেছেন তিনি। আজ ১১ অক্টোবর এই অভিনেত্রীর জন্মদিন। আজ রোববার সন্তান, মা ও পূজার পরিকল্পনা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস।
এবারের পূজার পরিকল্পনায় কী কী থাকছে। নিশ্চয়ই কেনাকাটা শুরু হয়ে গেছে?
করোনা মহামারির কারণে সারা পৃথিবী এখন থমকে আছে। শুধু জীবনের জন্য বেঁচে থাকা আমাদের। এবার পূজা করার জন্য পূজা করতে হচ্ছে। এই পূজাতে নিজের জন্য নতুন কিছু কিনব না। আমার দুই সন্তান মানে জয় আর আমার মায়ের (শেফালী বিশ্বাস) জন্য কেনাকাটা করতাম। মাতো আমাদের ছেড়ে চলেই গেলেন। যেহেতু পূজায় আমাদের রীতিতে নতুন কিছু কিনতেই হয়। সেই কারণে জয়ের জন্য পূজায় কেনাকাটা করব। আগামীতে বেঁচে থাকলে আবার সবকিছু নিয়ে আনন্দ করব, পূজা করব।
কিছুদিন আগে ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন গেল। কেমন আয়োজন ছিল জন্মদিনে?
গত ২৭ সেপ্টেম্বর আমার ছেলে জয় পাঁচ বছরে পা দিলো। এক জীবনে আমার সবচেয়ে বড় অর্জন হলো সে। এরচেয়ে বড় কিছুই নাই আমার জীবনে। আমার মা সবচেয়ে বেশি ব্যস্ত থাকতো জয়ের জন্মদিনের আয়োজনে। কিছুদিন হলো মা মারা গেছেন। তাই এবার জন্মদিনের তেমন কোনো আয়োজন করিনি। এবার জন্মদিনে শুধু প্রার্থনা করেছি, আমার সন্তানকে যেন মানুষের মতো মানুষ করতে পারি।
মা হারানোর শোক পুরোপুরি কাটেনি জানি। যতটা জেনেছি তার অন্যতম কারণ, আপনার জীবনে অনেকখানি ভূমিকা ছিল তার। মা ছাড়া প্রথম জন্মদিনে কী মনে হচ্ছে?
মায়ের সম্মতি না থাকলে আজকের এই অপু বিশ্বাস আমি কিছুতেই হতে পারতাম না। আমার যেকোনো বিষয়ে সচেতন থাকতেন তিনি। আমার জীবনে মায়ের অবদান সবচেয়ে বেশি। সব ধরনের কষ্ট থেকে আগলে রাখতেন আমাকে। আমাদের কিছু রীতিনীতি থাকে, যা শেষ হলো কয়েকদিন আগে। কিন্তু প্রতিটা মুহূর্ত মাকে অনুভব করছি বুকের ভেতর। এবার আমার জন্মদিন মায়ের হাতের পায়েস ছাড়া পার হচ্ছে, ভাবতেই খারাপ লাগছে।
আগামীতে কোনো শুটিংয়ে ফেরার সম্ভাবনা আছে কি?
সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ নামের একটা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাতে আমার বিপরীতে আছে নিরব। গত ১ অক্টোবর থেকে শুটিং করার কথা ছিল। মায়ের মৃত্যুর কারণে এই সিনেমার সঙ্গে যুক্ত প্রযোজক, পরিচালক আমার কথা ভেবে শুটিং পিছিয়েছেন। অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। দু-একদিনের মধ্যে আলোচনা করে শুটিংয়ের সময় ঠিক করে নেবো। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমার গল্পটা আমাকে মুগ্ধ করেছে।
মুক্তি তালিকায় কোনো সিনেমা রয়েছে কি আগামীতে? এ ছাড়া নতুন কাজ, পরিকল্পনার কথা বলেন?
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শশুর বাড়ি জিন্দাবাদ-২’ নামের একটি সিনেমা মুক্তির তালিকাতে আছে। আমার বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী। নতুন কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। কিছু প্রতিষ্ঠানের ওপেনিংয়ের জন্য সই করেছি।
Comments