কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজার সদরের ঈদগাঁওতে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মোহাম্মদ আবদুল হালিম।
নিহত দুই জন হলেন— কালা ভান্ডারী (৬০) ও মুরাদ (১৮)।
ওসি জানান, আজ সকালে নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের বাসটি মহাসড়কের ঈদগাঁওস্থ ইসলামাবাদ ওয়াহেদর পাড়া স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বস্থ গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের পুরো অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত এবং আরও ১৫ যাত্রী আহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments