ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ, চট্টগ্রামে খননযন্ত্র ও ট্রাক জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে আজ রবিবার একটি পাহাড় কাটার খননযন্ত্র ও মাটিবোঝাই ট্রাক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম।
উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) এর চেয়ারম্যানের নির্দেশে সেগুলো পাহাড় কাটার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ আছে।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক আফজারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবল হক চৌধুরীর বিরুদ্ধে গত এক বছর ধরে পাহাড় কাটার অভিযোগ আছে।
ইউপি চেয়ারম্যান পাশের একটি আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের জন্য পাহাড় কাটছেন- এই সংবাদে পরিবেশ অধিদপ্তর আজ সেখানে অভিযান চালায় বলে জানানো হয়।
ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তা।
Comments