ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে নারায়ণগঞ্জে গান ও আলোর মিছিল

নারায়ণগঞ্জ শহরে গান ও আলোর মিছিল করেছে সাংস্কৃতিক কর্মীরা। ছবি: স্টার

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে গান ও আলোর মিছিল করেছে সাংস্কৃতিক কর্মীরা।

আজ রোববার রাতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই মিছিল বের হয়। পরে শহরের বঙ্গবন্ধু সড়কের প্রধান প্রধান মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

এর আগে, সংক্ষিপ্ত বক্তব্যে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, ‘যখন ধর্ষকরা অন্যায়গুলো করে ও নৃশংস ঘটনাগুলো ঘটায় এতে তারা লজ্জা পায় না কিংবা লজ্জিত হয় না। কিন্তু, এসব ঘটনাগুলো যখন কেউ বলতে যায় তখন তারা লজ্জিত হয় এবং ক্ষুব্ধ হয়।’

তিনি আরও বলেন, ‘আইনের পরিবর্তন তখনই হয় যখন শাসকগোষ্ঠী তার নিজের চেহারা আয়নায় দেখতে পাই। আমাদের দেশে যে বীভৎস ঘটনা ঘটছে তার আয়নাটা শাসকগোষ্ঠীর সামনে তুলে ধরা। আমদের দায়িত্ব হলো এই আয়না তুলে ধরা যাতে তাদের নির্মম, বীভৎস রূপ সবার পাশাপাশি তারাও যেন দেখতে পারে। যাতে তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের ধারণা হয়। তারা যেন লজ্জিত হয় যে, কী নৃশংস ঘটনা তারা বিভিন্ন জায়গায় ঘটিয়ে চলেছে। আমাদের দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করবো।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাসদের সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ।

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

16m ago