নাদালকে শুভেচ্ছা জানালেন ফেদেরার

ছবি: রয়টার্স

টেনিস কোর্টে প্রতিপক্ষ তারা। কেউ কাউকে ছাড় দেননি। কিন্তু মাঠের বাইরে দুইজনই বেশ ভালো বন্ধু। তাই নিজের রেকর্ড স্পর্শ করার পর রাফায়েল নাদালকে অভিনন্দন জানাতে দেরি করেননি রজার ফেদেরার। তার ২০টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ের কীর্তি স্পর্শ করার পর সামাজিক মাধ্যমে নাদালকে শুভেচ্ছা জানিয়েছেন এ সুইস তারকা।

আগের দিন রোলাঁ গারোঁয় বর্তমান বিশ্বের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে উড়িয়ে দিয়েই শিরোপা জিতেছেন নাদাল। হারিয়েছেন সরাসরি সেটে। অথচ এর আগে কখনোই ফাইনালে সরাসরি সেটে হারেননি জোকোভিচ। তাও প্রথম সেটে ব্যবধান ছিল ৬-০। পরের সেটে ৬-২। লড়াই যা হলো তৃতীয় সেটে। ৭-৫ গেমে জিতে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখেন নাদাল। সব মিলিয়ে মাত্র ২ ঘণ্টা ৪১ মিনিটেই ইতিহাস গড়েন এ স্প্যানিশ।

আর এমন কীর্তির পর সামাজিক মাধ্যমে ফেদেরার লিখেছেন, 'ব্যক্তি হিসেবে ও একজন চ্যাম্পিয়ন হিসেবে, বন্ধু রাফার প্রতি বরাবরই সর্বোচ্চ শ্রদ্ধাবোধ আছে আমার। বছরের পর বছর ধরে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে, আমি মনে করি, পরস্পরকে আমরা ধাবিত করেছি আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে। এজন্যই, তার ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর তাকে অভিনন্দন জানাতে পারা আমার জন্য সত্যিকারের সম্মান।'

'রোলাঁ গারোঁয় অবিশ্বাস্যভাবে ১৩ বার জিতল সে, এটা অসাধারণ এবং ক্রীড়ার ইতিহাসের সেরা অর্জনগুলোর একটি। আমি তার দলকেও (সাপোর্ট স্টাফ)  অভিনন্দন জানাতে চাই, কারণ কেউ এটা একা করতে পারে না। আমি আশা করি, আমাদের এই চলমান ভ্রমণ সামনে এগিয়ে নেওয়ার পথে ২০ সংখ্যাটি দুজনের জন্যই স্রেফ আরেকটি পদক্ষেপ। দারুণ অর্জন রাফা, এই কৃতিত্ব তোমার প্রাপ্য।' -যোগ করে আরও লিখেছেন ফেদেরার।

এ নিয়ে ফরাসি ওপেনেই নাদাল শিরোপা জিতলেন ১৩টি। টানা চতুর্থ। অথচ এ বছরটি ছিল নানা অস্বাভাবিকতায় ভরপুর। কিন্তু ক্লে কোর্টের রাজা নিজের রাজত্বটা স্বাভাবিকভাবেই ধরে রেখেছেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago