ডিএনসিসি মেয়র আতিকুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার সকালে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।
তিনি জানান, হালকা উপসর্গ থাকায় গতকাল সকালে করোনা পরীক্ষার জন্য মেয়র ও তার স্ত্রী নমুনা দেন। পরে রাতে পাওয়া ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
মামুন বলেন, ‘বর্তমানে হালকা উপসর্গ থাকলেও তারা দুই জনেই ভালো আছেন। নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।’
Comments