নিলাম তত্ত্বের গবেষণায় অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
নিলাম বা অকশন তত্ত্ব নিয়ে কাজ করে নিলামের নতুন পদ্ধতি উদ্ভাবন করায় দুই মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রম ও রবার্ট উইলসন ২০২০ সালের অর্থনীতিতে নোবেল পেয়েছেন।
আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এর বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।
একাডেমি এক বিবৃতিতে জানায়, 'একটি প্রাথমিক গবেষণা পরবর্তী সময়ে কীভাবে সমাজের উপকারে আসে, তার একটি সুন্দর উদাহরণ নিলামের নতুন এ পদ্ধতি।'
পল মিলগ্রম ও রবার্ট উইলসন দুজনই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক।
নোবেল পুরষ্কারের অফিসিয়াল ওয়েবসাইট টুইট করেছে, 'নিলাম সবখানেই হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব আছে। এ বছর অর্থনীতিবিদ মিলগ্রম ও উইলসন নিলাম তত্ত্বকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বজুড়ে বিক্রেতা, ক্রেতা ও করদাতাদের উপকারে নিলামের নতুন ফরম্যাট উদ্ভাবন করেছেন।'
Comments