ওপেনিং সঙ্গীর জন্য নাম নিয়ে বিড়ম্বনায় তামিম

তামিম ইকবালের খেলা দেখেই বড় হওয়া তানজিদ তামিমের। নিজেও বাঁহাতি হওয়ায় তামিমই ছিলেন তার আদর্শ। শৈশবের সেই নায়কের সঙ্গে কাল ইনিংস ওপেন করতে নামবেন এই তরুণ।
Tanjid Hasan Tamim & Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

দুজনের নামই তামিম। একজন বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। আরেকজন তানজিদ হাসান তামিম যুবদলে আলো ছড়িয়ে বড় মঞ্চে নামার অপেক্ষায়। এই দুই তামিমইও এবার বিসিবি প্রেসিডেন্ট’স কাপে খেলছেন একই দলে। ইনিংসও ওপেন করবেন দুই বাঁহাতি। অধিনায়ক তামিম জানালেন, নাম নিয়ে কদিন ধরে মজার বিড়ম্বনায় পড়েছেন তারা।

তামিম ইকবালের খেলা দেখেই বড় হওয়া তানজিদ তামিমের। নিজেও বাঁহাতি হওয়ায় তামিমই ছিলেন তার আদর্শ।  শৈশবের সেই নায়কের সঙ্গে কাল ইনিংস ওপেন করতে নামবেন এই তরুণ।

স্বাভাবিকভাবেই রোমাঞ্চ স্পর্শ করার কথা তাকে। কিন্তু বড় তামিমও জানালেন, ছোট তামিমকে নিয়ে তিনিও রোমাঞ্চিত। আর সঙ্গে আছে ওই মজার বিড়ম্বনাও,  ‘কাল আরেক তামিমের সঙ্গে ইনিংস ওপেন করব। আপাতত আমরা একটু দ্বিধায় পড়ে যাচ্ছি কারণ এতদিন তো সবাই আমাকে তামিম ভাই করে ডাকে। এখন ওকে তামিম, তামিম বলে ডাকে। তো দুজনেই তাকিয়ে থাকি সবার দিকে। আমি বলেছি ওকে যে অন্য কোন নামে তোমাকে ডাকা যায় তাহলে ভাল।’

আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারেন। ভয়ডরহীন মানসিকতার জন্য কেবল নামে নয়, খেলার ধরনেও তামিমের সঙ্গে মিল তার। তানজিদ তামিমকে নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক,  ‘যতটুকু ওকে দেখেছি। সে খুবই রোমাঞ্চিত, খুবই প্রতিশ্রুতিশীল ও। আমার সঙ্গে ব্যাটিং নিয়ে শেয়ার করেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি ভাল একটা টুর্নামেন্ট হবে।’

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে খেলবে তামিম একাদশ। এর আগে প্রথম ম্যাচে শান্ত একাদশের সঙ্গে ৪ উইকেট হারা মাহমুদউল্লাহ একাদশ মুখিয়ে আছে প্রথম জয়ের জন্য। তামিম জানালেন, প্রস্তুতিতে এগিয়ে থাকার সুবিধা নিয়ে তারাও উদগ্রীব আছেন সেরা কিছু করে দেখাতে,  ‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। একটা সুবিধা ছিল আমাদের ম্যাচ পরে হওয়ায় বাড়তি অনুশীলন করা গেছে। দলের সমন্বয় ভাল। অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন আছে। তাদের থেকেও অভিজ্ঞতা নিচ্ছি, জানছি কীভাবে তারা এগিয়ে গেল বিশ্বকাপে। আমি আগেও বলেছি এটা খুব হাই ভোল্টেজ টুর্নামেন্ট হবে। আশা করি কাল ভাল একটা খেলা দেখবে সবাই।’

 

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago