চীনের কিংদাওয়ের ৯০ লাখ মানুষের করোনা পরীক্ষা হবে ৫ দিনে

চীনের কিংদাও শহরের ৯০ লাখ মানুষের পাঁচ দিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
ছবি: রয়টার্স

চীনের কিংদাও শহরের ৯০ লাখ মানুষের পাঁচ দিনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

সোমবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে বিবিসি জানায়, 'পাঁচ দিনের মধ্যে পুরো শহরের মানুষের পরীক্ষা করা হবে।'

শহরের একটি হাসপাতালে বিদেশ থেকে আসা কয়েকজনের করোনা রোগীর চিকিৎসার পর, হাসপাতাল সংশ্লিষ্ট আরও রোগীর সন্ধান পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মে মাসে মহামারী করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরের এক কোটি দশ লাখ মানুষের ১০ দিনে করোনা পরীক্ষা করা হয়েছিল।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে পোস্ট করা এক বিবৃতিতে কিংদাওয়ের নগর স্বাস্থ্য কমিশন জানায়, শহরে নতুন ছয় জনের করোনা শনাক্ত হয়েছে এবং ছয় জনের উপসর্গ দেখা দিয়েছে।

তবে, এই ১২ জনের সঙ্গেই একটি হাসপাতালের সংশ্লিষ্টতা আছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়।

সংবাদকর্মীরা জানিয়েছেন, নতুন করে কোথাও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে, চীনা কর্তৃপক্ষের এখন গণপরীক্ষার ব্যবস্থা আছে।

কিংদাও স্বাস্থ্য কমিশন জানায়, ইতিমধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নগরীর হাসপাতালগুলোতে সদ্য ভর্তি রোগীসহ প্রায় এক লাখ ১৪ হাজার ৮৬২ জনের পরীক্ষা করে নেগেটিভ প্রতিবেদন পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago