খিলক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. জনি মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাত পৌনে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।’
জনি খিলক্ষেত মাস্তুল এলাকায় দুলাল এন্টারপ্রাইজ নামে একটি বালু বিক্রির প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।
তার বাবা জাইদুল মিয়া বলেন, ‘১৫ দিন আগে জনি দুলাল এন্টারপ্রাইজে কাজ শুরু করে। গতকাল সন্ধ্যায় সে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাত ৩টার দিকে মাস্তুল এলাকায় আমাদের বাসায় একজন এসে জানায় জনি অ্যাক্সিডেন্ট করেছে। আমরা গিয়ে জনিকে মৃত অবস্থায় দেখতে পাই।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে জনিকে হত্যার পরে তাকে গাড়ি চাপা দেওয়া হয়েছে।’
এসআই মো. আব্দুর রহিম বলেন, ‘আমরা জানতে পেরেছি, রাতে ভেকু মেশিন দিয়ে ট্রাকে বালু তোলার সময় জনির ডান চোখ ও কপালে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
Comments