পটুয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আফজাল হোসেন (৩৫) ও শহীদুল (৩২) নামে আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে পায়রা বন্দরের কাছে রাবনাবাদ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারের মালিক বেল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় কলাপাড়া উপজেলা শহর থেকে সাত জেলে মাছ শিকারে গিয়েছিল। আজ ভোররাত ৪টার দিকে জাল তোলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। আফজাল ও শহীদুলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবুজ কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের তৈয়ব হাওলাদারের ছেলে।’
মহীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Comments