জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন সোহেল রানা
ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা সোহেল রানা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের চিঠি ডাকযোগে পাঠিয়েছেন।
২০০৯ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য হন।
সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে গত ১০ অক্টোবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’
কী কারণে এই পদত্যাগ? জানতে চাইলে তিনি বলেন, ‘এরশাদ সাহেব মারা যাওয়ার পর দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তৃণমূল কর্মীদের মতামতকে গ্রাহ্যই করা হচ্ছে না।’
নিবেদিত প্রাণ অনেক কর্মী আছেন। তাদের মূল্যায়ন করার বদলে অবমূল্যায়ন করা হচ্ছে বলে যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি জোটের নাকি বিরোধী দল স্পষ্ট করে বুঝতে পারছি না। এসব কারণে আমি দল ছেড়েছি।’
সোহেল রানার জন্ম ১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি। চিত্রনায়ক পরিচয়ের বাইরে তিনি একজন প্রযোজক ও পরিচালক।
Comments