রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে প্রেসক্লাবে দলীয় প্রোগ্রাম শেষ হওয়ার পর সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও মো. আব্দুস সালাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে এসেছিলেন। তারা রিজভী আহমেদকে দেখে গেছেন বলে জানান তিনি।
শায়রুল কবির বলেন, ‘রিজভী আহমেদ বর্তমানে ল্যাবএইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাব উজ্জামানের তত্ত্বাবধানে আছেন। তার অসুস্থতা চিহ্নিতকরণে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মেডিকেল বোর্ড বসবে। বোর্ডে কর্তৃক চেকআপের পর তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে।’
করোনাভাইরাস পরীক্ষার জন্য ইতোমধ্যে রিজভী আহমেদের নমুনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Comments