ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগে বেড়া পৌর মেয়র সাময়িক বরখাস্ত

পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করার অভিযোগে বেড়া পৌরসভা মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত করার অভিযোগে বেড়া পৌরসভা মেয়র আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেনের সউ করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

ইউএনও আসিফ আনাম সিদ্দিক জানান, গতকাল সোমবার উপজেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায় তাকে লাঞ্ছিত করা হয়।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে বলে গতকাল দ্য ডেইলি স্টারকে জানান ইউএনও।

তিনি বলেন, ‘সকালে ওই সভায় বেড়া উপজেলার নগরবাড়ী এবং কাজিরহাট ঘাট নিয়ে পৌরসভা মেয়র মো. আব্দুল বাতেন এমন কিছু প্রস্তাব দেন যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। আমি এ বিষয়ে কথা বলতে গেলে মেয়র আমার উপর চড়াও হন এবং মারতে উদ্যত হন। এ সময় সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।’

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ গতকাল বলেন, ‘আমরা এ ব্যাপারে সরকারের ঊর্দ্ধতন মহলে জানিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

যোগাযোগ করা হলে, মেয়র আব্দুল বাতেন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, এই অভিযোগ মিথ্যা। তিনি দাবি করেন তার প্রস্তাবনা গ্রাহ্য না হওয়ায় তিনি নিজে মিটিং থেকে বেরিয়ে এসেছেন। কোন লাঞ্ছনার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ বেড়া পৌর মেয়রের বিরুদ্ধে

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

3h ago