কক্সবাজারে জমি নিয়ে বিরোধে বড় বোনকে হত্যার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মোহাম্মদ ইদ্রিস নামে এক ব্যক্তি তার বড় বোনকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ গতকাল দিলুয়ারার (৩৬) মরদেহ উদ্ধার করেছে।
দিলুয়ারার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামে। তার বাবা নাম হোসেন আহমদ। ঘটনার প্রত্যক্ষদর্শী দিলুয়ারার আরেক ভাই মোহাম্মদ সালাম বলেন, গতকাল দুপুরে বসতভিটা নিয়ে ইদ্রিস ও দিলুয়ারার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইদ্রিস বাড়ি থেকে ধারালো কিরিচ এনে দিলুয়ারাকে কুপিয়ে আহত করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় দিলুয়ারার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান আরও বলেন, ‘দিলুয়ারার ছেলে মোহাম্মদ হোসেন বাদী হয়ে ইদ্রিসসহ পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’
Comments