নাদালের লাল দূর্গে নতুন রাণী শিয়াওতেক
আগ্রাসন, চমক আর রেকর্ডের সম্মিলনে পর্দা নেমেছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের।
শুরুতেই কেন আগ্রাসনের প্রসঙ্গ আসছে? আসবে না-ই বা কেন! পুরুষ এককের ফাইনালে স্পেনের রাফায়েল নাদাল আরও একবার দেখিয়েছেন তেজ, দেখিয়েছেন কেন তাকে লাল-দুর্গের রাজা বলা হয়। ফরাসি ওপেনে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতেছেন তিনি, স্পর্শ করেছেন রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।
আর চমক? ক্যারিয়ারে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই পোল্যান্ডের ইগা শিয়াওতেক গড়েছেন ইতিহাস। আসরের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সী এই টিনএজার, পরিণত হয়েছেন স্বদেশবাসীর চোখের মণিতে।
Comments