৭ মাস পর শুক্রবার খুলছে সিনেমা হল

রাজধানীর মধুমিতা সিনেমা হল। ছবি: সংগৃহীত

অবশেষে দীর্ঘ সাত মাস পর আগামী ১৬ অক্টোবর শুক্রবার সিনেমা হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত এলো। আজ বুধবার (১৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের পক্ষ বিষয়টি জানানো হয়।

তথ্য মন্ত্রণালয় জানায়, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হলো।

তথ্য মন্ত্রণালয়ের পরিচালক-তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখার শর্তে এ অনুমতি দেওয়া হয়েছে।’

প্রযোজক পরিবেশক সমিতির হিসাব মতে, মুক্তির অপেক্ষায় আছে ২৪টি সিনেমা। কিন্তু, ১৬ অক্টোবর হল খুললেও করোনা মহামারির কারণে নতুন ছবি মুক্তি দিতে চাইছেন না পরিচালক, প্রযোজকরা। সিনেমা হল খোলার ১-২ মাস পর এসব সিনেমা মুক্তি দিতে ইচ্ছুক প্রযোজক,পরিচালকরা।

সংশ্লিষ্ট ছবির বেশ কয়েকজন পরিচালক, প্রযোজক দ্য ডেইলি স্টার অনলাইনকে এমনটায় জানান।

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে আছে, মেকআপ, জ্বিন, ওস্তাদ, বিশ্ব সুন্দরী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু, বিদ্রোহী, উনপঞ্চাশ বাতাস, মিশন এক্সট্রিম, মিশন এক্সট্রিম টু, শান, পরান, বিক্ষোভ, ক্যাসিনো, আনন্দ অশ্রু ইত্যাদি।

তাই, হল খুললেও নতুন সিনেমারে জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। 

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

6h ago