নারায়ণগঞ্জে দুই বোনকে ধর্ষণ মামলার আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তৈরি পোশাক শ্রমিক দুই বোনকে ধর্ষণ মামলার আসামি আবু বক্করের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই আদেশ দেন।

এদিন আদালতের কাছে আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় দুই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।’

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘ভুক্তভোগী দুই বোন সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের একজনের বয়স ১৫ বছর এবং অন্য জনের ১১ বছর। কান্দাপাড়ায় একটি ৬তলা ভবনের তত্ত্বাবধায়ক আবু বক্করকে (৫৫) দুই বোন নানা বলে ডাকতো। গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তারা কাজ শেষে বাসায় ফিরছিল। তখন অভিযুক্ত আবু বক্কর (৫৫) তাদের একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, ‘ঘটনা গোপন রাখতে ভুক্তভোগীদের হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। ঘটনার সাত দিন পর সোমবার রাতে দুই বোনের অভিভাবকরা থানায় অভিযোগ করেন। পরে ওইদিন রাত সাড়ে ১২টায় কান্দাপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ৬ তলা ফ্ল্যাটের দরজা ভেঙে আবু বক্করকে আটক করে পুলিশ। পরদিন দুই বোনের বাবা বাদী হয়ে আবু বক্করকে আসামি করে মামলা দায়ের করেন।’

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে আটক ১

 

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago