রাজশাহী-পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আগামীকাল থেকে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আগামীকাল থেকে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী -বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-রাজশাহী রুটে চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি রাজশাহী থেকে রাত ৯টা ১৫ মিনিটে ছেড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। আবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল সাড়ে আটটায় এবং রাজশাহী পৌঁছাবে বিকাল ৫;৩০ টায়।

‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি উভয়পথে আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার,আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত স্টেশনে বিরতি নেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ট্রেনটির আসন সংখ্যা দিনে ৫০৮টি এবং রাতে ৪৯৬টি। রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত উভয় দিকে ভাড়া সুলভ শ্রেণি ১৭০, শোভন শ্রেণি ২৮০, শোভন চেয়ার ৩৩৫, ১ম সিট শ্রেণি ৪৪৫, ১ম বার্থ শ্রেণি ৬৬৫, স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যাতীত), এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যাতীত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট ও বেডিং চার্জ ব্যাতীত)।

‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের রাজশাহীতে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামে সাপ্তাহিক বন্ধ শনিবার।

Comments

The Daily Star  | English
Govt job seekers block Shahbagh with demand to raise age limit to 35yrs

Govt job seekers block Shahbagh with demand to raise age limit to 35yrs

Hundreds of job seekers today demonstrated at Dhaka's Shahbagh, blocking the intersection to press home their demand for raising the age limit for applying form government jobs from 30 to 35

3h ago