‘বিজয়া’ নাটকের প্রচার স্থগিত

গত কয়েকদিন ধরে অভিনেতা, প্রযোজক, পরিচালককে আইনি নোটিশ পাঠানো, প্রযোজকের থানায় জিডি, সামাজিক যোগাযোগের মাধ্যম সমালোচনার কারণে ‘বিজয়া’ নাটকটির প্রচার স্থগিত করা হয়েছে।
নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে অভিনেতা, প্রযোজক, পরিচালককে আইনি নোটিশ পাঠানো, প্রযোজকের থানায় জিডি, সামাজিক যোগাযোগের মাধ্যম সমালোচনার কারণে ‘বিজয়া’ নাটকটির প্রচার স্থগিত করা হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত, সোয়েব চৌধুরীর লেখা গল্প, নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদ অভিনীত ‘বিজয়া’ নাটকটি পূজায় প্রচার হচ্ছে না।

নাটকটির পরিচালক আবু হায়াত মাহমুদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এই নাটকটা পূজার জন্য নির্মাণ করেছি। অনেকেই বলছেন এতে সনাতন ধর্মানুভূতিতে আঘাত করা হয়েছে। এখনো এর টিজার, প্রোমো বা কোনো কিছুই প্রকাশ হয়নি। অথচ নাটকটি নিয়ে এসব কথা বলা হচ্ছে। তাই আমরা আপাতত নাটকটি প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছি।’

এই নাটকটি ক্রাউন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের জন্য নির্মাণ করা হয়।

Comments