বলিভিয়ার ফিটনেস কোচকে একহাত নিলেন মেসি

মেসিকে নানাভাবে উত্যক্ত করতে চেয়েছিল বলিভিয়ানরা। তাই ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের ফিটনেস কোচ লুকাস নাভাকে এক হাত নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ তারকা।
ছবি: রয়টার্স

লিওনেল মেসিকে উস্কে দেওয়ার দুটো অর্থই রয়েছে। হয় তার দ্বারা আপনি বিধ্বস্ত হবেন, অথবা নিজের স্বাভাবিক ছন্দ হারাবেন বার্সা অধিনায়ক। আন্তর্জাতিক অঙ্গনে দ্বিতীয় ঘটনাটাই ঘটে বেশি। যে কারণেই হয়তো আগের দিন মেসিকে নানাভাবে উত্যক্ত করতে চেয়েছিল বলিভিয়ানরা। তাই ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের ফিটনেস কোচ লুকাস নাভাকে এক হাত নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ তারকা।

মঙ্গলবার রাতে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজের হার্নান্দো সাইলেস স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে তারা। কিন্তু পুরো ম্যাচেই মেসিকে নানাভাবে উত্যক্ত করার চেষ্টা করেছেন বলিভিয়ানরা।

আর এরমধ্যে বেশি করেছেন বলিভিয়ার ফিটনেস কোচ নাভা। তাই ম্যাচ শেষে তার উপরই চটেছিলেন মেসি। গালিগালাজ করতেও ছাড়েননি। যার ফুটেজ পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। উত্তেজিত হয়ে মেসি কি বলেছেন তা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ত, 'তোমার সমস্যা কি? কেন তুমি পুরো ম্যাচ জুড়ে চিৎকার করলে। কেন তুমি সমস্যা সৃষ্টি করেছ? বেঞ্চে বসেও পুরো ম্যাচ জুড়ে তুমি কটাক্ষ করে গিয়েছ।'

২০০৯ সালে একই মাঠে বলিভিয়ার কাছে ৬-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের মাঝেই মেসির সামনে গিয়ে এ নিয়ে খোঁচা মেরেছেন তারা। শুধু নাভাই নন, প্রতিপক্ষ অধিনায়ক মার্সেলো মার্টিন্স মোরেনোও এ নিয়ে খোঁচা দিয়েছেন। ম্যাচের শেষ দিকে তার সঙ্গে বিতর্ক প্রায় বেঁধে গিয়েছিল। পরে দুই দলের খেলোয়াড়রা সামাল দিলে তখন ঘটনা আগায়নি।

Comments

The Daily Star  | English

A loud scream, followed by complete silence

The teep was still visible on Labib's head. His innocent life was lost over a trivial matter

2h ago