বরিশালে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা
বরিশালের হিজলায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার বিকেলে কাজিরহাট থানায় ওই নারী মামলা করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বর্তমানে ওই নারী শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, রোববার রাতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। স্বজনেরা জানিয়েছেন, স্থানীয় নাজমুল হোসেন, বাবু বেপারী ও রাজিব ফকির বিভিন্ন সময়ে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। এমনকি বিয়ের পরও একইভাবে হয়রানি করে। ধর্ষণের ঘটনায় স্থানীয় ওয়ার্ড মেম্বার ২০ হাজার টাকায় আপসের চেষ্টা চালান। সোমবার সকালে ওই গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
Comments