সুয়ারেজ পারলেও পারেননি মেসি

গত বুধবার একই দিনে নিজ নিজ দলের হয়ে মাঠে নেমেছিলেন দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুইজনই সেদিন কনমেবোল অঞ্চলের প্রতিযোগিতামূলক আসরে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করেছিলেন। সে রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার জন্য মঙ্গলবার ফের মাঠে নেমেছিলেন তারা। তবে সুয়ারেজ পারলেও পারেননি সময়ের অন্যতম সেরা তারকা মেসি।
ছবি: সংগৃহীত

গত বুধবার একই দিনে নিজ নিজ দলের হয়ে মাঠে নেমেছিলেন দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুইজনই সেদিন কনমেবোল অঞ্চলের প্রতিযোগিতামূলক আসরে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করেছিলেন। সে রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার জন্য মঙ্গলবার ফের মাঠে নেমেছিলেন তারা। তবে সুয়ারেজ পারলেও পারেননি সময়ের অন্যতম সেরা তারকা মেসি।

কনমেবোল অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে সর্বোচ্চ ৩৯টি গোল দেওয়ার রেকর্ডটি রোনালদোর সঙ্গে গত ম্যাচে গড়েছিলেন মেসি ও সুয়ারেজ। এদিন মাঠে নামার আগে তাই সবার নজর ছিল এ দুই তারকার দিকে। তবে ইকুয়েডরের বিপক্ষে জোড়া গোল করে রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন সুয়ারেজ। ম্যাচের ৮৪তম মিনিটে সফল স্পটকিকে এ রেকর্ড গড়েন। পরে ম্যাচের যোগ করা আরও একটি গোল দেন পেনাল্টি থেকেই। অন্যদিকে বলিভিয়ার বিপক্ষে গোল পাননি মেসি।

তবে রেকর্ড গড়লেও হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি সুয়ারেজ। ইকুয়েডরের কাছে তারা হেরে গেছে ৪-২ গোলের ব্যবধানে। ম্যাচের ৭৫ মিনিটেই চার গোলের ব্যবধানে পিছিয়ে যায় তারা। পরে দুটি গোল শোধ করেন সুয়ারেজ। অন্যদিকে গোল না পেলেও জয় নিয়ে মাঠে ছেড়েছে আর্জেন্টিনা। তাও বলিভিয়ার মাঠ থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত লা পাজের হার্নান্দো সাইলেস স্টেডিয়ামে ১৫ বছর পর জয় পেল আলবিসেলেস্তারা।

তবে সুয়ারেজের রেকর্ড ভাঙার সুযোগ থাকছে মেসির হাতে। আর নিজের রেকর্ড আর সমৃদ্ধ করার সুযোগও পাবেন সুয়ারেজ। যদিও দুইজনেরই ক্যারিয়ারের শেষ সময়ে এসে পৌঁছেছেন। দুইজনের বয়স হয়েছে ৩৩।

Comments