চট্টগ্রামে ৬ নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালিয়ে নব্য জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার সিএমপির গতকাল কাল সাড়ে তিনটার দিকে লোহাগাড়ার দরগামুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সিএমপি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি পাঁচলাইশ মডেল থানার ষোলশহর ২নং গেটস্থ ট্রাফিক পুলিশ বক্সে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়। পরে ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছিল। গত রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তা কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ছয় জন হলেন- মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৯), রহমত উল্লাহ আকিব (২৪), মো. আলা-উদ্দিন (২৩)।
জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবির সদস্য বলে স্বীকার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Comments