বিমানের সিটের নিচে ১৬০টি সোনার বার
হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৬০টি সোনার বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আজ বৃহস্পতিবার সকালে মোট ১৮.৭১ কেজি ওজনের সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার দাম প্রায় ১১ কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মুসা খান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটটি ল্যান্ড করে। সোনার বারগুলো যাত্রীর আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বারগুলো কালো রঙের টেপ দিয়ে মোড়ানো ছিল। এ বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Comments