নারায়ণগঞ্জে রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতি চক্রের সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. রাজু আহমেদ অমিত (১৯) নামে রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নম্বর ২০।
রাজুর বাড়ি বরগুনার তালতলী কবিরাজপাড়ায়। তার বাবার নাম ফারুক আকন। ঢাকায় তিনি যাত্রাবাড়ী রায়ের বাগ এলাকায় বসবাস করেন।
সিআইডি জানিয়েছে, অভিযানে দুই কোটি টাকার জাল স্ট্যাম্প, জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্ট্যাম্প তৈরির মেশিন ও কেমিক্যাল, সিটি করপোরেশনের ভুয়া ট্রেড লাইসেন্স জব্দ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের মিঝমিঝি মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডে হাজী মনর উদ্দিন সুপার মার্কেটের কেয়ার প্রিন্ট্রিং, কেয়ার স্টেশনারি ও কেয়ার ইলেক্ট্রনিক্স নামে দোকানে চক্রটি মুদ্রণ কাজ করে আসছিল। এগুলো দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।
Comments